ক্ষণের আখরে লেখা কবিতা খানি
কখনো ভুলে যাই, কখনো হয় স্মরণ
লিখতে গিয়ে কলমের কালি-
কখনো হয়ে যায় শেষ,
মনের চাদরে কাব্য লিখি
যেথার নাই কোন কালির সমাবেশ।
কলমটা পড়ে থাকে সাদা কাগজের উপর,
রয়ে যায় সে কাব্য জীবনের মঞ্চে,
কখনো কবিতার শিরোনামে বাধা পড়ে মনে
ক্ষণের আখরে লেখা নিরব ভূমিকায়-
হারানো কবিতা খানিও পেয়ে যাই সন্ধিক্ষনে।


রচনাকাল: ০৯/১১/২০১৮ ইং