কারোর কাছ থেকে কোনিদন কিছু চাই নি,
এ কথাটি বলা মনে হয় ভুল হবে।
চেয়েছি, পেয়েছিও বটে।
তবুও যেন স্বাদ মিটে নি।
অসীম চাওয়ার অতৃপ্ততায় বিষন্ন মনে
একটি চাওয়া ঝেঁকে বসেছিল।
তা কোনিদনই পাই নি।
যাহোক, আমিও কিছু দিতে চাই।
আমারও কিছু দেবার ছিল।
কিন্তু কৃত্রিমতার ভীড়ে আমার জিনিসটি
কেউ গ্রহণ করে নি।
ছুঁড়ে ফেলে দিয়েছিল দূরে।
তবে আমার জিনিসটি ছিল
নিষ্কলঙ্ক-পবিত্র, নির্ভেজাল ও খাঁটি।


                              - অসমাপ্ত।  


রচনাকাল: ১১/০৬/২০১৮ ইং