আমি চাই না বিশেষ শ্রেষ্ঠ আসন
চাই না করতে কারো অকল্যাণ,
সবাইকে শান্তির পথে ডেকে
চাই হতে স্বাভাবিক, সাধারণ।


আমি করি সুপথের অনুসন্ধান
ধরি বিকল্প পথ,
সবার তরে চাই দিতে
আপন জীবন, বিসর্জন।


অাপন আপনাকে লয়ে না হোক
ভাবি নি কোন দিন,
জগৎ সংসারে সবাই সবার
সম পারস্পারিক, পরিপূরক।


স্বার্থের তরে আপন-পর
স্বার্থের তরে ভাঙে ঘর,
তবুও সবাই তারই পিছে
ছুটছি মোরা, তেপান্তর।


আমি চাই না থাকতে বন্দি,
স্বার্থ যেখানে বহুরূপী,
সবার মনের মন-কুটিরে
চাই হতে সাধারণ, কিংবদন্তি।


রচনাকাল: ১৬/০৭/২০১৮ ইং