শৈশব থেকে লালিত স্বপ্ন-
আমি বড় হয়ে হব কবি।
স্বরবর্ণে আর ব্যঞ্জনবর্ণে
আমার হাতেখড়ি,
মায়ের কাছে প্রথম শেখা বুলি,
মায়ের ভাষায় কাঁদতে ও হাসতে ভালবাসি।
মায়ের ভাষায় প্রথম কবিতা আমার “মা”-
কিন্তু কোন সাড়া পেলাম না।
মনোবল আর আত্মবিশ্বাসে,
লিখে যাচ্ছি নব্য ধাঁচের কবিতা।
একটু আশা, একটু উন্মাদনা-
আরেকটু বিস্ময় জাগাতে
যে সব কাব্য লিখেছি,
সবই উপেক্ষার বেড়াজালে আবদ্ধ।
সহসা কবিতা লেখার-
মনের খোরাক স্তব্ধ হয়ে গিয়েছিল!
ভাবতে পারিনি আবারও কাব্য লিখব!!
আবদ্ধ জীবনের এক কর্মব্যস্ততার মাঝেও।
সহসা এক অনুপ্রেরণায়-
আবারও জাগ্রত হলাম।
হাতে তুলে নিলাম কলম,
লিখতে শুরু করলাম।
কাব্যরসের যে অনুপ্রেরণায় আজ
সাহিত্য জগতকে দিতে যাচ্ছি
অমৃত সুধায় আমার কাব্যের স্বাদ।
অনুপ্রেরণার সেই শ্রেষ্ঠ নাম
মুহাম্মদ ইলিয়াস উদ্দিন,
কবি ও সম্পাদক,ষড়ঋতু পত্রিকা।
আমার স্মরণে স্যার, আজ আমার আশির্বাদ।