কবিতাই কি ছন্দ?
নাকি শব্দের আনন্দ?
নাকি ভাবের দর্শন?
নাকি শোকের বর্ষণ?


কবিতা মানে তুমি
কবিতা মানে আমি,
কবিতা মানে ছবি,
কবিতা মানে রবি।


গদ্যতেও কবিতা হয়,
কবিতাতেও হয় বিজয়,
কবিতায় থাকে সরস,
কখনো শোকের পরশ।


কবিতাই কি সৃষ্টিকর্ম?
নাকি সত্যের ধর্ম?
নাকি সচ্চার আহ্ববান?
নাকি জাগরণের গান?


কবিতা মানে কন্দন,
কখনো সংগ্রামী মন,
কখনো রণ সঙ্গীত,
কবিতা মানে হীত।


কবিতা মানে ভালবাসা,
কবিতা মানে বিচ্ছেদ,
কবিতা মানে রক্তাক্ত,
কবিতাতেই কবির ভক্ত।