ধ্বনি দিয়ে কথা বলি
এই তো হলো ভাষা,
ভাষার তরে জীবন গেল,
বর্ণ হলো যে খাসা।
বর্ণে বর্ণে অক্ষর তাই
অক্ষর দিয়ে বাক্য বানাই,
বাক্যে যত মনের ভাব,
কথা বলি বাঁচাই হাফ।


তাই তো মোরা কথা না বলে থাকতে পারি না।