মুখের কথায় দিল্লী যাব
কাজ না করে-
পাহাড় খুঁড়ে হিরা আনব
অনুসন্ধান না করে।
যদি তাই হতো ভাই
পড়াশুনা না করে-
শিক্ষক হতাম তাই,
বেত্রাঘাতের জন্য শিক্ষার্থীরা
নতুন করে চিনতো আমায়।
মুখের কথা মুখেই থাক
কাজে আসে না-
গোসত না পেলে কুকুর
বশে আসে না।
এই ভেবে তাই-
আমি কাজ করে যাই।
যদিও শুনেছি আমি
ছাইয়ের মধ্যে মুক্তা আছে-
তা খোঁজে পাব চেষ্টায়।
মুখের কথায় কাজ নাই
কাজ হলো মূল-
সার্থক জীবন তখনই হবে
যখন কাজে মুছে যাবে
জীবনের সব ভুল।
সঠিক কাজই সব সময় সফল হয়
তাই বলি-কথায় নয় কাজে পরিচয়।