কি কমু মুই? কওয়ার ভাষা নাই!
বইসা বইসা মশা মারি,
                  আর নাই উপায়।
কি কও মিঞা? কওয়ার ভাষা নাই?
জন্তু জানুয়ারের ভাষা নাই,
        তোমগো ভাষা আছে বৈকি!
সঠিক প্রয়োগ নাই।
হাছা কইছো মিঞা, বেবাগ লোক দেহি
চিলে কান নিলে
চিলেরই পিছেই ছুটি,
তবুও কানের সন্ধান না পাই।
কি কমু আর? নিজের খাই নিজের পড়ি
তাও তো মুই মহাজনের চামচামি না ছাড়ি।
এত কওয়ার পরেও তোমগো শরম করে না
শোষণ কারে কয় মনে অয় তাও জানো না?
কি করমু মিঞা? বেগতা লেখা কপালে
যা হবার তাই অইব যাইব না ধুইলে।
এটা কোন কতা অইল মিঞা? সাহস থাকা চাই
কত খাবি খা! এর পরে আর তো পাবি না।
চলো, আংগো দাঁড়াইতে অইর ঘুইরা
যাবি কোথা মহাজন?
এইবার করমু যুদ্ধ জীবন ধইরা।


রচনাকাল: ১৯/১১/২০১৮ ইং