মা কথাটি এত মধুর!
মা সবার গানের সুর।
মায়ের আঁচল সবার কাছে
এত আদর! এত আদর!
যেন বাংলা মায়ের ছেলের কদর।


মা আমাদের কথা শেখায়
মাতৃভাষার বুলির ধারায়,
বাংলা আমার মাতৃভাষা
জেনেছি মায়ের ভালবাসা।


মা আমাদের জানের প্রিয়
মা কথাটি বলে তাই
মা ডাকটি সবার কাছে
রইবে নাকো দূরে হায়!


মায়ের শুধায় শিশুরা এসে
বাড়ায় যে তার হাতখানি
মায়ের আঁচলে ঢাকা পরে
তার ছোট্ট জীবন মনি।


চাঁদের মতো হাসি পায়
শিশুর কোমল মুখটিতে
খুশি লাফিয়ে উঠে সে
মায়ের কোলেতে।


মা হলো সার্বজনীন
মায়ের কথাই কই
সারা জীবন আমরা যেন
মায়ের কাছেই রই।


মায়ের কোলে শিশু
শিশুর জন্য থাকবে
মায়ের সব কিছু।
মাকে যেন করি না নিচু।


মাতৃক্রোড়ই শিশুর শ্রেষ্ঠ স্থান
তাই মায়েরা হয়েছে মমতাবান,
মা-জননী!মায়ের দুধের ঋণ
শুধাতে পারব না কোনদিন।


রচনাকালঃ ০৩/০৫/০৪