মায়ের হাতের বালা যেমন রয় যে সারা বেলা
মায়ের কাছে থাকব আমরা, করব না তাঁকে হেলা।
ঝড়-তুফানে উড়ব না আমরা মায়ার বাঁধন ছাড়ি
আমরা যেন সারা জীবন মায়ের আদর কাড়ি।


দুঃখ-দৈন্যে যাব না আমরা মায়ের স্নেহ ছেড়ে
এই জীবনে সুখের ঘরে উঠছি আমরা বেড়ে।
ছোট্ট গ্রামের কুটির ঘরে থাকব মাকে নিয়ে
কুটির ঘরে শান্তি রবে মায়ের ভালবাসা দিয়ে।


মায়ের হাতের বালা যেমন রয় যে সারা বেলা
মায়ের কাছে থাকব আমরা, করব না তাঁকে হেলা।
মায়ের মমতা নিয়ে আমরা তুলব গেঁথে মালা
মাকে যেন কষ্ট না দিই ভুলে জীবনের সারা বেলা।


পুলকিত হয়ে যেন মায়ের সোহাগ চাই
আলোকিত হয়ে যেন তার শাসন পাই।
সন্তানের কোন কিছু হলে, মায়ে তো আগে জানে
সন্তানকে তাই আগলিয়ে রাখে তাঁর জীবন পানে।


মায়ের হাতের বালা যেমন রয় যে সারা বেলা
মায়ের কাছে থাকব আমরা, করব না তাঁকে হেলা।
আমরা যেন সারা জীবনে মাকে করি সম্মান
মায়ের পায়ের নিচের বেহেশতে সন্তানের অবস্থান।


জীবন শোকে কাঁদব না আমরা, থাকব মায়েরই কোলে
মাকে যেন দুঃখ না দিই আমরা জীবনের কোন ভুলে।
মায়ের কাছে থেকে আমরা মায়ের ভালবাসা পাই
আমরা যেন মাকে কোন অবস্থাতেই! ভুলে না যাই।


রচনাকাল: ০৩/০৭/০৭