ভোরে ঘুম থেকে ওঠো,
কেননা, ঘুমের চেয়ে সালাত উত্তম।
প্রত্যেহ সালাত কায়েম করো,
সবার জন্য দোয়া করো।
কর্মের তরে বেরিয়ে পরো।


এরপর তোমাকে যা করতে হবে-


অনাহারিকে খাদ্য দাও,
অন্ধজনে পথ দেখাও,
বস্ত্রহীনকে বস্ত্র দাও,
দুস্থে সেবা করো,
বিপদগ্রস্থকে সাহায্য করো,
বড়দের সম্মান করো,
ছোটদের স্নেহ করো,
অসহায়ের পাশে দাঁড়াও,
দিনে অন্তত একটি ভাল কাজ করো,
পুনরায় সবার জন্য দোয়া করো,
আল্লাহর নামে ঘুমাতে যাও।


এগুলোই হবে-
তোমার সমস্ত দিনের মানবতা।


https://www.poemhunter.com/poem/kindness-57/


রচনাকাল: ১৭/০১/২০১৬ ইং