সহসা একটি বিস্ফোরণ!
বাতাসে ছড়াল বারুদের আচ্ছাদন।
সবকিছু শেষ,
ধ্বংসস্তুপে দেশ।
আর্তনাদ ভেসে আসে সবার
তাদের কি বা ছিল করার?
মা তাঁর সন্তানকে হারাল,
শিশুরা এতিম হয়ে গেল।
একটি শিশু বলে উঠে-
"একটা রুটিও খেলাম না
কত দিন হলো!
মা, মেরে ফেলো,
আমাকে মেরে ফেলো।
বেহেস্তে আমার জন্য
অনেক খাবার আছে,
শান্তি করে খাব বেহেস্তের মাঝে।"
বিস্ফোরণ আর মৃত্যু ফাঁদে-
স্বজাতি আর স্বজনরা কাঁদে।
মৃত্যুর দ্বারপ্রান্তে এসেও;
একজন মা বলে উঠে-
"হে আল্লাহ, আমাকে নয়,
আমার সন্তানকে বাঁচাও।
তুমি তো জান,
আমি কতটা অসহায়!"
এ কথা বলেই...
সেই মায়ের হলো চিরবিদায়।
কেনই বা হয় বিবেকের ক্ষয়?
এর একটা উত্তরই হয়-
এসব ঘটছে মানুষের নিষ্ঠুরতায়।


https://www.poemhunter.com/poem/cruelty-of-human/
প্রেক্ষাপট: গাজা, ফিলিস্তিনি ও সিরিয়ায় মুসলমানদের প্রতি হামলা।


রচনাকাল:১৫/০১/২০১৬ ইং