গুরুগম্ভীর! বদরাগী মোদের মাস্টার মশাই
শ্রেণিকক্ষে তার প্রবেশে মোরা ভিমড়ী খাই।
মাস্টার মশাইয়ের বেত করে ঠাস-ঠাস,
মোদের জন্য তা কখনো হয়ে যায় বাঁশ।
ব্যাকরণ বানানে কখনো করি যদি ভুল
বি+আ+কৃ+অন শব্দে ফোটায় শুধু হুল,
অকারণেই ভরদুপুরে দেখায় সরষে ফুল।
কত যে গালিগালাজ করি মনের বাগে!
কিভাবে শায়েস্তা করব তাকে ভাবি আগে?
পড়ার কথা নাই হলো! করি তার বিবরণ
মাথায় একটা বড্ড টাক! করে টন টন।
নাসিকার উপর চশমাটা বেয়ে আসে যখন
বুঝতে পারি বেতে-বেতে হবে আস্ফালন।
পাঞ্জাবী আর ধুতি পরে যখন হেঁটে যায়-
কক্ষের বেঞ্চিগুলিও কাঁদে তারই ছায়ায়।
পড়াশুনা না করিয়ে তন্দ্রায় শুধু শুধু ঝিমায়,
মনে মনে ভাবি কবে মরবে মাস্টার মশাই?
বেচারা মাস্টার মশাই অবশেষে গেলই মারা
পড়াশুনা তুঙ্গে তুলে মোরা হলাম দিশাহারা।
"বারবার মাস্টার মশাই তোমায় মনে পড়ে
ভুল করেছি তখন! দাও না ক্ষমা করে।
মোরা কতই না ভাল ছিলাম তোমার উত্তাপে
আজ মোরা অনুতপ্ত, তুমি হারা অনুতাপে।"


রচনাকাল: ১০/০৭/২০১৮ ইং