মাটি তুমি আমার দেশের মাটি
মাটি তুমি বাংলার মা,
মাটি আমার মা,
তোমার এ বুকেতে রয়েছে-
তিতাস-কপোতাক্ষ,
     পদ্মা-মেঘনা-যমুনার ধারা,
তোমারই অপরূপ দেখেছে যারা
লাল-সবুজের পতাকা
            ছিনিয়ে এনেছে তাঁরা।


মাটি তুমি আমার দেশের মাটি
মাটি তুমি বাংলার মা,
মাটি আমার মা,
সবুজ ক্ষেতের লতাপাতার মতো
         তোমার এ কোমল দেহ,
কোথায় গেলে এমন আদর
                        পাবে কেহ ?
তোমারই বুকেতে যেন আমার
                         আপন গৃহ।


মাটি তুমি আমার দেশের মাটি
মাটি তুমি বাংলার মা,
মাটি আমার মা,
কত না ঝড় বয়ে গেছে!
                  তোমার এ বুকে,
তবুও আমরা থাকি
           হাসি-খুশীতে একসাথে।
ক্লান্তি হরণ হয়,
তোমার কোলে মাথাটি রাখলে,
শান্তি হয় মন,
              শরীরে ধুলো মাখলে।


মাটি তুমি আমার দেশের মাটি
মাটি তুমি বাংলার মা,
মাটি আমার মা,
মাগো আমি যেতে চাই শেষ নিদ্রায়
                তোমার উজলা বুকে।
মাটি তুমি আমার দেশের মাটি
মাটি তুমি বাংলার মা,
মাটি আমার মা।


রচনাকাল:২৬/০৫/০৮