মা স্বর্গ, কিন্তু স্বর্গ মায়ের মতো নয়
কারণ মা স্বর্গের চেয়েও মহান হয়।
প্রথমত, মাতৃগর্ভ শিশুর কাছে স্বর্গেরই মতো,
কারণ সরাসরি খাবার না খেলেও সে জীবিত ও তুষ্ট
মা খাবার খায় তবুও শিশুটি পুষ্টিতে পরিপুষ্ট-
যখনও সে মায়ের অমরায় থাকে ঘুমন্ত,
কারণ আল্লাহর নিয়ামত অশেষ ও অনন্ত।
মা স্বর্গ, কিন্তু স্বর্গ মায়ের মতো নয়
কারণ মায়ের পদতলে সন্তানের স্বর্গ স্থাপিত হয়।
তাই মা হলো খোদার অশেষ নিয়ামতই।


https://www.poemhunter.com/poem/mother-s-womb-2/
(এই কবিতাটি বঙ্গানুবাদ করা হয়েছে আমার ইংরেজি কবিতা Mother's Womb থেকে।)