টাঙ্গাইলের সন্তোষে যার বাড়ি
                তিনিই মাওলানা ভাসানী,
ছিলেন একা, ছিল না সঙ্গি
ছিল না বৃষ্টির ছাতা, শীতের কাঁথা
তবুও ছিলেন তিনি মজলুম জননেতা।


লড়াই করেন অসৎ  জমিদারের বিরুদ্ধে
জুলুমের শিকার হয়েছে যারা,
তিনি দাঁড়িয়েছেন তাদের পাশে।
জনগণের ভালবাসাতে তাঁর ছবি ভাসে।


শিক্ষকতা করেন টাঙ্গাইলের কাগমারী
প্রতিবাদ করেন জমিদারের বাড়ি,
বাধ্য হয়ে তাঁকে চলে যেতে হলো
                           কাগমারী ছাড়ি।
কাগমারী-কাওয়াখালী-গাইবান্ধা
            ছিল তাঁর আদর্শের এলাকা,
তিনি ছিলেন সাহসের এক উজ্জল বলাকা।


তিনি দেশের মাটিতে-
ঘটিয়েছেন বহু কৃষক সমাবেশ,
একটু একটু করে হচ্ছিল জমিদারের অবশেষ।
এই সৎ মানুষটি! গেল আসামের মাটিতে
কৃষকের এক বিরাট সমাবেশে,
                       যেন বাংলা আদর মেখে-
মাওলানা আব্দুল হামিদ খান-
"ভাসানী" উপাধি পেল সেখান থেকে।


তিনি দেশে ফিরে এসে-
আবারও ঘটালেন এক কৃষক সমাবেশ
বাংলা কৃষক তাঁকে বরণ করে নিল
তাদের প্রাণের জননেতা হিসাবে।
তারপর তিনি পাড়ি দিয়েছেন কত পথ!
       ইসলামী মতাদর্শে তাঁর গড়া আদর্শে।


রচনাকাল:২২/০৫/০৫