অনন্তকাল চলে যাচ্ছে আমাকে ফেলে
মেঘের ভেলায় চড়ে,
তবুও আমি একাকী জীবন করি গ্রহণ
হাসিমুখে সবার পরে।
পৃথিবী যখন আবেগঘন মুহূর্তে
আমি তখনও স্তব্ধ,নিরব,
কেন এই নিরবতায় আছন্ন প্রাণ?
অনন্তকালের ঘূর্ণিপাকে হচ্ছি হয়রান।
দেখছি সবাই অশ্লীলতার তরে ধায়
মেঘের ভেলা তাকে নিতে না চায়,
তবুও তারা উঠে পড়ে দ্রুততম যানে
মেঘের ভেলাকে ছাড়িয়ে,
যায় অশ্লীলতার শহর পানে।
আমি যেতে চাই উত্তমের অনুসন্ধানে
মেঘের ভেলার সনে।
মেঘ বলে,“এসেছো তুমি,অপেক্ষায় আমি।”
উঠেছি মেঘের ভেলায় আর দেরি না করে!
অনন্তকাল ধরে যাচ্ছি মেঘের ভেলায় চড়ে।