বাংলাতে তুমি সৃষ্টিকর্তা, আরবিতে খালিক
আল্লাহ তুমি এই পৃথিবীর, মহাবিশ্বের মালিক।
পৃথিবীতে আল্লাহ তুমি মেহেরবান সবার
তুমিই তো রহিম-রহমান,পারওয়ার দিগার।
তোমার হাতে জীবন মরণ,তুমি তো সবার
ক্ষমা করো মোদের, মোরা পাপী যেন গোনাহগার।
আল্লাহ তুমি মহাবিশ্বের মধ্যে সর্বশক্তিমান
চাঁদ-সূর্য,গ্রহ-তারা,যেন তারই প্রমাণ।
তুমি তো দিয়েছো মোদের পরিপূর্ণ জীবন বিধান
তুমি অনাদি-অনন্ত, তুমি বিশ্বের রহমান।
নেই কোন সত্তা তুলনা করা-
আল্লাহ তোমার নিয়ামত রহমতে গড়া।
আল্লাহ তোমার বরকত নয় যে গোপন
ধ্বংস করেছো এই পৃথিবীতে নমরুদ-ফেরাউন।
সর্বশ্রেষ্ঠ কুরআন নাযিল করেছো কদরের রাতে
মোরা যেন বেহেস্তে যেতে পারি কুরআনের ওছিলাতে।
আল্লাহ তুমি রব, আল্লাহ তুমিই সব-
প্রতিটি সৃষ্টিতে আছে তোমারই অনুভব।
যখন হবে শেষ শ্বাশত মতামত
আল্লাহ তোমার ইচ্ছায় হবে কিয়ামাত।
প্রকম্পিত যিলযালে হবে সবকিছুর বিনাশ
আল্লাহ তোমার প্রতি মোদের অফুরন্ত বিশ্বাস।
দয়া করো মোদের,তুলি দুই হাত-
শক্তি দাও,করতে পারি যেন তোমার ইবাদাত।
আল্লাহ তোমার সৃষ্টি কত যে জাত!
মোরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত।
আল্লাহ তুমি ক্ষমাশীল,তুমি আল্লাহু আকবার
তুমিই তো রহিম-রহমান, পরওয়ার দিগার।