দুনিয়াতে সবকিছু ছোট-বড় হায়!
মনের পরিধি কেন আরশ ছুঁয়ে যায়?
বেধে রাখা যায় না যারে
সেই তো হলো মন,
মনের সাথে ধনের হবে না মিলন।
চোখে চোখ পড়লে হায়!
কথা বলে মন-
মনের চাউনিতে চোখে
ঝরে জল তখন।
মনের হর্ষে সৃষ্টি হয়
স্বর্গের মাঝে আনন্দ-ধারা,
মনের কাছে পরাজিত
এই নিখিল বিশ্ব-ধরা।
মনের ডাকে সাড়া দেয়
স্বয়ং খোদা,
মনের পরিধি ছাড়িয়ে যায়
লক্ষ-কোটি দিবা।
মনের তরী পাড়িতে
যেন অথৈ পারাবার,
কারও সাধ্য নাই,
ধরতে ইহার।
মন শত শত রজনী
পার হয়ে যায়,
মানে না কোন জাত
মনের দৃষ্টান্ত যেন শিড়ি-ফরহাদ।
ইউসুফ-জুলেখা হলো মনের নূর
মনের পরিধি যেন ভাসে সুমধুর,
দেহের মাঝে মন কুসুম-কুবলয়
মন সৃষ্টি করে দেহের মাঝে স্বর্গীয় বলয়।