ও নীলাকাশ, তুমি কাঁদছো!
কি তোমার দুঃখ এত?
নীলাকাশ বলে যায়,
"অজানায় যখন হারিয়ে যাই,
চোখের পানি বৃষ্টি হয়ে
ঝরে দুনিয়ায়।"
নীলাকাশ তোমার হাসি
চোখের পাতায় ঘুমের রাশি,
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
দু'চোখ ভরে ছবি আঁকি
তবুও তোমার হাসির রহস্য
জানতে নাহি পাই।
নীলাকাশ মুচকি হেসে
এই বলে যায়,
"সূর্য যখন মোর আঙিনায়
হয় সে উদয়,
সূর্যের হাসিতে তখন
বিশ্বের মাঝে ঝলক দিয়ে যাই।"
ও নীলাকাশ, কিসে তোমার সুখ?
জানাবে কি অামায়?
নীলাকাশ বলে, "কোটি কোটি তারা
উঠে মোর গায়,
তখন আমি তাদের আলোতে
সুখ খুঁজে পাই।"
ও নীলাকাশ, তুমি কখন?
কোন ভাবনায় তোমাকে হারাও?
"মোর বুকেতে চাঁদ উঠেছে
চাঁদনী পড়েছে মোর গায়,
অন্ধকারে আলো ছড়াই,
তখন কল্পনার মাঝে-
হারিয়ে অামি যাই।"
ও নীলাকাশ, আনন্দের বাণী
যেন তোমার বিশালতায়।