মনে বয়ে চলছে সাগরের মতো
উদ্ধাত্ব-উত্তাল ঢেউ,
গর্জে উঠি প্রতিটি ক্ষণে-ক্ষণে
লোকচোখের অন্তরালে,
আপন মনে।
ক্ষণের আখরে লিখে চলি কাব্য
লাইন থেকে লাইনে,
তারুণ্যে মনটা উদ্বলিত হয় সত্য!
কিন্তু দেহটা থাকে নিরব-নিথর,
নিথর দেহের ভাঁজে থাকে
দূর্বলতার ছাপ,
হেরে যাই নিজের কাছেই।
অতীতে কবিদের মতো
ঝাঁপিয়ে পড়ি না-
রণক্ষেত্রে।
বারবারই লাঞ্চিত হই
অসত্যের কাছে।
অথচ আমার সংগ্রামী মন
গর্জে ওঠে তারুণ্যে!
ক্ষণে-ক্ষণে করি নিরব-গর্জন!
সে গর্জনটা শুনতে পায় না কেউ।


রচনাকাল: ২৯/০১/২০১৮ ইং