বছর ঘুরে এলরে পহেলা বৈশাখ
নব-রূপে সেজে, বাজেরে বাংলার ঢাক
রঙিন কুলা হাতে-হাতে, বাজেরে কৃষাণীর হর্ষ,
জেলের জালে, বয়াতির গানে; সৃষ্টিতে নববর্ষ।


বৈশাখী মেলায় কেটে যায় বেলা
সারা দিবা-রাত পুতুলের নাচ, হয়রে লাঠি খেলা
নববর্ষের আভাতে সবার প্রাণ খোলা,
সমাগত ঐতিহ্যের সাথে চলেরে নগরদোলা।


রমনার বটমূলে পান্তার ছড়াছড়ি
ইলিশের তরে হার মেনেছে শর্বরী
নববর্ষের উচ্ছ্বাসে বয়ে চলে প্রবাহিনী,
মনমাঝির ঐক্যতানে, ভাসেরে সুমধুর ধ্বনি।


ঐতিহ্যবাহী শাড়ীতে বাংলার রমনী
সারাদেশে উদ্ভাসিত আনন্দের স্রোতসিনী
নববর্ষের চারু প্রভা গায়ে মোরা মাখি,
ক্ষীর-পুলি পিঠায়, ধাঁধাঁয় পড়ে অাঁখি।


নববর্ষে মাতেরে সবার মনপ্রাণ
নববর্ষ কালের এক অাবহমান
নববর্ষ আহ্লাদের বর্ষবরণ দিন,
নববর্ষ একার নয়, এটি সার্বজনীন।