আরবের উত্তপ্ত মরুভূমি            আছে তার প্রশস্ত বুক
      
      এরই মাঝে বেঁচে আছে অগণিত,অচেনা মুখ


উষ্ণ বালুরাশি,সূর্য আর             খেলা করে বারবার
      
      তবুও রজনীতে চলে শীতের অসহ্য,বিষম প্রহার।


মরুভূমির সেই উত্তপ্ত বুকে           প্রবল বেগে ওঠে ঝড়
      
      হার মানে নি তবুও দুরন্ত বিদুইন,বিরামহীন যাযাবর

মরুভূমির মাঝে রসাল তরু           সাক্ষ্য দিয়ে যায় প্রমাণ
        
      “মোরা তো অদম্য বিদুইনের মানবতা, শ্রেষ্ঠ অবদান।‍‍”


জীবনের সবকিছু স্থায়ী নয়             তবুও কিছু হারাতে না চায়
    
      তাঁরাই করে জীবনের প্রতিকূলে সংগ্রাম,অস্তিত্বের লড়াই

অস্তিত্বের লড়াইয়ে তাঁদের                ভাঙ্গে না মনোবল
        
      সবার দুঃখে সবাই সমব্যথী,মনুষ্যেত্বের ফল।


ইবনে খালদুন রচিত                আসাবিয়া তত্ত্বের ফলাফল
          
      বিদুইনদের জীবন দর্শন সংগ্রামী,ইতিহাসে বিরল


হাজার বছর  ধরে                      তাঁরা ভ্রাতৃেত্বর বন্ধনে


      মিশে আছে সবাই একই স্থানে,প্রীতির স্পন্দনে।

বন্দনা করি তাঁদের                     দু’হাতটাকে বাড়াই
  
     “আমি হতে চাই মরুভূমির দুরন্ত যাযাবর,আসাবিয়া চাই”


জীবন সংগ্রামে প্রতিনিয়ত             তাঁরা সংগ্রাম করে যায়

     গোত্রপ্রীতির জন্যই চলে তপ্ত মরুতে,অস্তিত্বের লড়াই।