পথহারা পাখিরে তোরে কত যে ডাকিরে?
কি কারণে তুই মোরে দিয়েছিস ফাঁকিরে?
কেন তুই আবার আসিস না ফিরে?
ভালবাসার গড়া এই সুন্দর নীড়ে।
পথহারা পাখিরে তুই নানা ভীড়ের মাঝে
লুকিয়ে থাকিস কোন অজানাতে?
খুঁজে আমি হয়রান, পাইনি তোরে
তোরে চাই শুধু আশার দুয়ারে।
পথহারা পাখিরে তুই কেন রাগ করেছিস?
মমতার বন্ধনে যেন বাঁধা রয়েছিস
স্বপ্নের মাঝে দেখি তোর মায়াবী মুখ
খুশিতে ভরে যায় আমার আনমনা বুক।
পথহারা পাখিরে তুই দিয়েছিস স্বর্গ পাড়ি
তোর যেন থাকে মধুময় ফুলের বাড়ি,
মিশে গিয়েছিস তুই আত্মার ভীড়ে
তোর জন্য আমি যাচ্ছি পৃথিবীর মমতা ছিঁড়ে।
তোর আত্মায় হবে মোর আত্মা
সৃষ্টি হবে ভালবাসার নব-বার্তা,
আশা রাখি যেন স্বর্গে তোর ভালবাসা মাখি,
জনম জনমে যেন তোর পাশে থাকি।
ওরে আমার পথহারা পাখি।