প্রেম নদী যমুনা তুমি কতই না অপরূপা!
খরস্রোতের জলে ভাসে তোমারই শোভা।
ভাসিয়ে নিয়ে যাও তুমি নিজ সত্ত্বা দ্বারা
পাল তোলা তরীতে হয়েছি দিশাহারা।
এ কূল গড়ে, ও কূল ভাঙে, চর জাগে সহসা
বালুচরে স্বপ্ন জাগাই, কত যে আশা!
যমুনার ধারে কাশফুলে পাখি বাধে যে বাসা
দূর থেকে আর্তনাদ! কখনো তুমি সর্বনাশা!
তবুও তুমি প্রেম জাগাও মনের সংগোপনে
আজও দৃষ্টান্ত আগ্রার তাজমহলের দর্শনে।
আশার তরে স্বপ্নতরী তোমার জলে ভাসাই
মাঝি হয়ে যাচ্ছে চলে মোর জীবন দরিয়ায়।


রচনাকাল: ১২/২০/২০১৯ ইং