প্রিয়তমেষু,
জানি তুমিও ভাল নেই। তবুও বলছি যেন-
সাতটি বছর তোমার অপেক্ষায় হেন,
হেলায় হারালাম ক্ষণ,
অবহেলায় জীবন,
আজ বিদায় নিচ্ছে আমার ব্যর্থ মন,
সবার অন্তরালে ঝরে ঝরণার পরিস্রাবন।
জানি না তোমার মনে স্থান করে নিতে পারিনি কেন ?
তবুও নিজেকে সুখি মনে হয় যেন।
তবুও হারানোর দুঃখ যেন মনে আনে না ভয়
তুমিই তো শিখিয়েছো শত দুঃখেও হাসতে হয়।
এক মহাকাল ব্যথা নিয়ে তবুও হেসেছি তখন।
শুধু এতটুকু জানি তোমা ছাড়া শূণ্যতা অনুভব করি এখন?


ইতি-
ছন্দহীন কবি ।


রচনাকাল: ২০/১০/২০১৮ ইং