প্রিয়তমেষু,
জানি তুমিও ভুলে যাবে, ভুলে যাবে সব অতীত।
কিন্তু আমি কি পেরেছি? ইচ্ছাগুলোকে আকাশে উড়াতে,
পারি নি। কেন পারি নি? সেটা তুমিও জানো।
শুধু জানতে পারো নি- হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা
কষ্টগুলোর একটু সুখের কাহিনী।
সেদিনের কথা পড়ে কি মনে তোমার?
হৃদয়ের ক্ষতটা যখন বিকট আকার ধারণ করেছিল,
মৃত্যু ছাড়া তখন কোন কিছু ভাবা যায় নি।
তখন তুমি আমাকে অপরাধী বলে ভর্সনা করেছিলে।
কিন্তু আজ তোমার মনের খোড়াকে,
এই অপরাধীর খোঁজ করছিলে যাকে তুমি ঘৃণা করতে।
হৃদয়ে শুকনো পাতার মর্মর ধ্বনি তুমি শুনতে পাও নি,
তাই আমার হৃদয়কে ঠুকে দিলে বাস্তবতার কষাঘাতে।
চৈত্রের খরার মতো ভাঙা হৃদয়ে বাজালে আবার ভাঙ্গনের প্রলয়।
এক মহাকাল ব্যথাযুক্ত মনে  ভাঙ্গনের প্রলয়! সে আবার কি?
তুমি তো ভেঙে পড়েছিলে-আমি তোমাকে ভালবাসি বলে।
হয়ত আজ বুঝতে পারছো আমাকে গ্রহণ না করাটা তোমার ভুল ছিল।
আমি মানছি আমারও ভুল ছিল। কিন্তু তখন তো তুমি আমাকে ছাড় দাও নি।
যা হবার গেছে অতীতকে টেনে কষ্ট পাবার দরকার নেই।
তবুও জেনে নাও আজো আমি তোমাকেই ভালবাসি।
আর এটা জেনে নাও আমার মনের দোয়ার তোমার জন্য উন্মুক্তই আছে॥


ইতি-
তেমার অপ্রিয় সেই
ছন্দহীন কবি।


রচনাকাল: ২৬/০৬/২০১৮ ইং