নীল অাকাশের চাঁদের আলো পড়ছে তোমার গায়
চাঁদের আলোয় চিনে নিলাম শুধু তোমায়,
তোমার মতো কোমল মন যদি থাকে অামার
ভালবাসার ঘর বানাব হৃদয়ে শতবার।


সবুজ পাতার রং মিশানো প্রজাপতির কারুকাজে
মিশে আছে যেন তোমার রূপেরই মাঝে,
প্রভাতের পরশে যেন তুমি সদ্য ফুটা ফুল
তোমারই ছোঁয়াতে অামি হয়েছি অাকুল।


ঝরণা ধারার মতো তোমার মন চলমান
আমারই অনুভবে তুমি আমার প্রাণ,
আকাশের মতো বিশাল মন যদি থাকে আমার
ভালবাসার ঘর বানাব হৃদয়ে শতবার।


সাত রঙের রংধনু দৃশ্যমান ঐ আকাশটায়
তোমার বন্ধু হব আমি নুপুর পরার ছলনায়,
বনের মাঝে ফুল ফুটেছে প্রকৃতির ইশারায়
ভালবাসা মাখিয়ে দিব উত্তাল দরিয়ায়।


নদীর তীরে মলয় বয়ে শুভ্র-কোমল কাশবনে
তোমারই রূপে জোনাকি নাচে রাতের বাঁশবাগানে,
ঝিঁঝিঁ পোকার কলতানে রাত্রি গভীর হয়
প্রকৃতির উপমায় তুমি করলে আমায় জয়।