একদা কোন এক প্রভাত বেলায়,
জ্ঞানীকে জিজ্ঞেস করে এক জৈনক,
''প্রকৃত সুখী কে হতে পারে?
বলে দিন ওহে জ্ঞানী,ওহে সত্যের বাহক।"
উর্ধ্ব আকাশ পানে চেয়ে জ্ঞানী বলে ওঠে,
শুনো ওহে বহুদূরাগত আগন্তুক-
"অহংকারমুক্ত হৃদয়ে অল্পতে তুষ্ট হয়ে
যে সর্বদাই থাকে নৈতিক,
প্রকৃত সুখী তো সেই,
দুসময়ে যে হতাশ না হয়ে
আল্লাহর তরে থাকে নির্ভীক।"