গভীর রজনীতে অাসল ফিরে এক রূপবতী কন্যা
রূপের নাইকো শেষ যেন সে রূপেরই বন্যা,
চোখের চাউনিতে কেড়ে নিয়েছে মন
অধর যুগলে হাসি তার থাকে সারাক্ষণ।


মিশকালো কেশে মলয় দিয়েছে দোলা
তাকে দেখার পর হয়েছি আত্মভোলা,
পলকে-পলকে কাটছে সারাবেলা
উদাসিন মনে যেন প্রেমের খেলা।


রাঙা পায়ে নুপুর বাজে তার মনের হর্ষে
হারিয়ে যাই যেন তার প্রেমের পরশে,
আকশের চাঁদনী পড়ছে ঐ কন্যার গায়
তার প্রতিবিম্ব আমার মনের দাউয়ায়।


কথা তার মিষ্টি-মধুর, নাই অবস্বাদ
বলল শেষে, ভালবাসে মোরে হাতে রেখে হাত,
সে হলো মোর জীবনসাথী
রূপবতী কন্যা মোর অাঁধার ঘরের বাতি।