সে বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলছে যেন
আতঙ্কের মধ্যে কাটছে দিন,
কখন বুঝি সে এলো!
ধ্বংস করে নিয়ে যাবে সব।
অসাড় নিশানার মতো-
কেটে গেলো শত শত বছর!
শুধুমাত্র একটি কৌতূহলে,
নিঃসাড় সভ্যতায়,
একটি পাখির উড়ে যাওয়ার -
ডানা ঝাপটানোর শব্দ
পাওয়া যায়,
জেগে উঠলো সবাই,
কোলাহলে মুখরিত চারপাশ।
হঠাৎ তারপর -
সবার আর্তনাত- - - - - - -
ধ্বংস হয়ে গেলো সভ্যতার ভিত্তি।
শুধু ধ্বংস নীলার উপর দিয়ে
উড়ে গেলো সেই পাখিটি,
বিন্দুমাত্র মায়া হলো না তার।