ইসলাম মানে শান্তি
ইসলামে জুরায় মনের ক্লান্তি।
শান্তির ইসলামই হলো বিশ্বাস
ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের আশ্বাস।


মুহাম্মদ (সাঃ) প্রচার করেন
ইসলামের গুণগান,
কাফিরদের ছিল না-
তাঁর প্রতি টান।


ইসলাম প্রচারের পথে তিনি
অত্যাচারিত হয় শত-শত বার,
তায়েফে তাঁর রুধির ক্ষরণে-
অভিশাপ দেননিও একবার।


ইসলাম রক্ষায় মহানবী (সাঃ)
হিযরত করেন মদিনায়,
তাঁকে দেখামাত্রই মদিনাবাসীর-
আনন্দের সীমা নাই।


মক্কা ছিল নবী (সাঃ) এর
নাড়ি পোতা দেশ,
দেশপ্রেম ঈমানের অঙ্গ-
ইসলামে আছে বেশ।


ইসলাম প্রচারের পথে
মোস্তফা (সাঃ) ছিলেন নিঃস্বার্থী মানব,
তাঁর কাছে হার মেনেছে-
কাফিরদের চার সেরা দানব।


শান্তির ইসলাম আল্লাহর নিয়ামত
ইসলামের আছে সহজ-সরল পথ,
ইসলামে আছে মহাবিশ্বের সকল সমাধান-
কিয়ামত পযর্ন্ত এটি থাকবে আবহমান।