আঁখি খোলে দেখো ভোর হয়েছে
রক্তিম ঊষা অর্ধবৃত্তাকার,
অনুজ্জল আভাতেও সে
হয়েছে টুকটুকে লাল।


পাখির যাচ্ছে উড়ে
দিগন্তের পানে,
নীল আকাশের নীলে
কুয়াশার আচ্ছাদানে।


কান পেতে শোন
পাখির কিচিমিচির রবে,
প্রশান্তি এসে তোমায়
ঘুম ভাঙ্গিয়ে দেবে।


আলসে ঘুম ভেঙ্গে
যাও উঠান পানে,
ভোরে, কত রকমের পিঠা!
মা বানাবে গানে-গানে।


আঁখি খোলে দেখো ভোর হয়েছে
কুয়াশার চাঁদর মোড়ে,
সবই ভুলে যাবে তুমি
যেন শীতের অপরূপে।