অ আ পড়ি লিখি
ই ঈ বানান করি,
উ ঊ আর কত!
ঋ তো গেল শত।
এ ঐ হলো সংযত।
ও ঔ বলে, “চল পাঠশালাতে যাই।”
স্বরবর্ণের ধ্বনিতে কোন বাধা নাই।