জীবনে কি জানি পাপ করেছি হায়!
পাপের পায়শ্চিত্বে জীবন চলে যায়।
আজও আমি ভালবাসার মানুষকে খোঁজে বেড়াই,
পেয়েছি তাকে, সে হয়ত ভালবাসে না মোরে
অকালেই ঝরে যাওয়ার ইচ্ছা জাগায়।
এত ভালবাসি তাকে! সে হয়ত বুঝে
বুঝেও কেন! চলে যেতে চায় দূরে-
এই ভাবনায় মনটা আমার কেঁদে মরে।
এই পৃথিবীতে সবাই ভালবাসা চায়
সে হয়ত ভালবাসে; মনের আয়নায়
তাকে প্রতিনিয়ত খোঁজে বেড়ায়।
হয়ত সে আমিও! না অন্য কেউ
আছে সে ভালবাসার নতুন ঠিকানায়।
জীবনে কি জানি পাপ করেছি হায়!
ভালবাসায় আমি আলোর মুখ দেখতে চাই
অন্ধাকারে তা আমি দেখতে না পাই।
আশা রাখি পাব তারে অসীম ফাগুনে
জীবন যেন পুড়ে যায় মনের আগুনে।
জীবন আমার অন্ধকারে ছেয়ে যায়।
আমি অন্ধাকারে যাচ্ছি শুধু তার অবহেলায়।