মাথায় কত প্রশ্ন আসে?
দিচ্ছি নাকো জবাব তার,
এই পৃথিবীর গোলক ধাঁধাঁয়
সবই দেখছি অন্ধকার।
উর্ধ্বে শূণ্য,নিম্নে শূণ্য,শূণ্য চারিদার
গোটা ভুপৃষ্ঠে অথৈ পারাবার।
শূণ্য চলে উর্ধ্বগামী,
সংখ্যার পিঠে বসে
শূণ্য ছাড়া গরমিল হিসেবের খাতাতে।
মানুষের জীবন শূণ্য, শূণ্যতে হয় শেষ
ক্ষণিকের রঙিন খেলায়-
মেতে আছে বেশ।
জীবনের শুরুতে,মরণের শেষে
মহাবিশ্ব শূণ্য বিধায়
কষব অংক কিসে?
কিয়ামতে সব ধ্বংস হয়ে
থাকবে শুধু শূণ্যের রেশ,
শুধুই শূণ্য হলো!
শূণ্যের কেন হলো না শেষ?