তুমি হাসলে হাসে যেন
                       ঐ সূর্যটা,
তুমি কাঁদলে কাঁদে যেন
                    শুভ্র কুয়াশা।
তুমি যদি করাে অভিমান
মন যে আর মানে না-
                কোন কিছুতেই,
মানাতে হয় যে আমার মন
           মনের সংগোপনেই।
তুমি যদি একা বসে থাকতে
আমি যে চাইতাম তোমাতে
             লুকোচুরি খেলতে,
নীলাকাশে তোমাকে নিয়ে
           ডানা মেলে উড়তে।
তুমি যদি সবুজ হতে
আমি হতাম লাল-
তোমাকে ভালবেসে-
তোমার অন্তরে আমি,
            থাকতাম চিরকাল।
তুমি চেয়ে দেখো আমাকে
তোমার পলকহীন চোখে,
হারিয়ে যেতাম আমি-
       তোমার হাসির ঝলকে।
তুমি যদি নদী হতে
আমি হতাম তরী,
তোমার বুকে ছুটতাম-
             আলতো ছোঁয়াতে,
              ভাসতাম নিরবধি।
সুন্দর ধরণীতে আমার দৃষ্টিতে
                       শুধুই তুমি,
ভালবাসার ভুবন জুড়ে শুধু
                 তুমি আর আমি।