স্মৃতিগুলো ভাবায় মোরে-
শুধু নিঃসঙ্গতার তরে,
কেটে যায় বহুক্ষণ,
শূণ্যতাই ভাসে মন।


হারানো অতীতের কথা
মনে পড়ে তাই!
বিষন্ন মনের যাতনায়,
শুধু যেন অবহেলায়।


স্মৃতিগুলো নিয়ে যায়-
সবুজ মাঠের সীমানায়,
হারাতাম প্রেমের ছোঁয়ায়,
এখন আমি অসহায়।


সবই স্মৃতি হয়-
ভাবতে লাগে সময়,
আবেগময় ঐ ভালবাসায়,
স্মৃতিগুলো কষ্ট দেয়।


স্মৃতির পাহাড়ে আমি
শুধু কষ্ট কুড়াই,
বিষন্ন মনে শুধু,
বেহাগের বাঁশি বাজাই।


আজো আমি শুধু
স্মরণ করি তোমায়,
তুমি আছো কেমন?
জানতে শুধু চাই।


বিরহ গাথা মনে-
কখনো বা সংগোপনে,
স্মৃতিগুলো পাড়ি দেয়,
বিষাদ অনল পদার্পণে।