সময়ের স্রোতের সাথে জীবন চলমান
সময়ই যদি না থাকে জীবন নিষ্প্রাণ
অফুরন্ত সময়ের মাঝে সংক্ষিপ্ত জীবন
তাকে সাজাতেই কত আয়োজন!


জীবনেই কত আহ্লাদ!আছে সুখ-বেদনা-কাম
সকল কাজে সময়ের কত দাম!
মুছে যায় শত স্মৃতি সময়ের সাথে
ফিরে আসে কিছু স্মৃতি হাসি-কান্নার মাঝে।


সময় যখন এগুবে কোটি কোটি বছর
জীবনে থাকবে না তখন বৃহৎ পরিসর।
এই পৃথিবী হবে হাতের মুঠোয়!
সময়ের সাথে হবে নতুনের উদয়।


সময়ের মাঝে জীবনের প্রকাশ
জীবনকে করতে হয় সময়ে বিকাশ
সুখ-দুঃখ পাশাপাশি,
জীবন দর্শনের মাঝামাঝি-
সময় যেন এক রহস্যের কারসাজী!


সময় বয়ে যায়, জীবন ফুরায়
যেন জীবনের তরে শেষ বিদায়,
থাকবে না জীবন, রবে শুধু সময়-
মহাকাল বা পরকাল হয়ে বাড়ায় সংশয়!


শুধুমাত্র মানুষের কৃতকর্মের ফসলে
অমর হয়ে থাকবে এই ভুবন তলে।
সময় ও জীবনের মাঝে সেই অমর-
প্রগতির ফসলে যে উজ্জল দিবাকর।


সময় ও জীবন যেন এক আধ্যাত্মিক দর্শন
যেন একই সুতায় গাঁথা তাদের বাঁধন।
সংক্ষিপ্ত জীবনে তাঁরাই মৃত্যুঞ্জয়ী
মৃত্যুর পরের সময়েও কর্ম তাঁকে করে সঞ্জীবণী।