সময়ের প্রহসন
কেটে যায় বহুক্ষণ।
চাকুরী করার হয় নি বয়স,
কেমন করব নিজের প্রয়াস?
সনের পরে সন,
তবু কাটে না সময়ের প্রহসন।
বয়স হয়েছে মোর কুড়ি,
পাই না কোন টাকার ঝুড়ি,
তাই তো রুচি ঝালমুড়ি,
কখনো আবার বেলপুরি।
ঝলন্ত সিগারেট
পুড়ন্ত মস্তিষ্ক,
মাঝে মাঝে ভাবি-
সময় যে যাচ্ছে চলে।
চাকুরী পাব না বয়স গেলে।
সনের পরে সন,
চলে সময়ের প্রহসন,
চাকুরীর বয়স তো শেষ হলো
সব তো এবার গোল্লায় গেলো।
সময়ই তো আমাকে দেয় নি
সুখের সিংহাসন!
চলছে সময়, কাটছে প্রহর
ভাবছি কিছুক্ষণ,
আমার সাথে কেন হলো?
সময়ের প্রহসন।


রচনাকাল: ১৯/০৭/২০১৮ইং