তুমি চাঁদনী হলে
অামি হব চাঁদ,
জ্যোৎস্নার আলো দিয়ে
মধুর করব রাত।
তুমি অাকাশ হলে
অামি হব ধ্রুবতারা,
তোমার বুকে জ্বলব
শুধু সন্ধ্যে বেলা।
তুমি যদি নদী হও
অামি হব নদ,
তোমার মাঝে একাকার হব
এই আমার সাধ।
তুমি গান হলে
আমি হব সুর,
এই সুরের মাঝে অামি
দেখি ভালবাসার নূর।
তুমি যদি মাটি হতে
অামি হতাম কাদা
পানির সাথে মাটির মিলন
সৃষ্টির মাঝে বাঁধা।
তুমি যদি হও ফুল
অামি হব সুভাস,
তোমাকে ছাড়া নাই
আমার কোন অবকাশ।
তুমি মেঘ হলে
অামি হব বৃষ্টি
আমার চোখে শুধু
তোমারই মায়াবী দৃষ্টি।
তুমি যদি হৃদয় হও
আমি হব মন
তোমাকে ছাড়া ব্যর্থ
আমার এই জীবন ।
উপমার মাঝে তুমি অামারি
তুমি অামার ভালবাসার স্বপ্নকুমারী।