জীবন নয় তো কোন ফুলের বিছানা
সেখানে থাকতে পারে কণ্টকের আস্তানা।
ভয়ের কোন হিতু নাই,
দুঃখকে কেন আমরা এত ভয় পাই!
এই জীবনে তাই তো জানে সবাই।


সুখের তরে মানুষ সবত্র দিচ্ছে হানা
সুখ যে কোথায় তা সবার হয়নি জানা!
দুঃখকে জয় করতে কারোর নাই মানা
কণ্টকের আঘাতেও পাই ফুলের বিছানা।


জীবন মাজারে সুখ আছে যেমন,
দুঃখ আছে তেমন,
মন যেন কোন কিছুতেই শান্তি পায় না,
দুঃখ ছাড়া সুখের নোঙ্গর পাওয়া যায় না।


সুখের আশা ত্যাগ করে যে যায় এগিয়ে
সুখই তাকে ধরা দেয় বিজলীর বেগে।
সুখ স্থায়ী হলেও ভাবি,
জীবনে এ যেন ক্ষণিকের স্বাদ!
দুঃখ অস্থায়ী হলেও ভাবি
কবে শেষ হবে দুঃখের বিষাদ!


জীবন নয় তো কোন ফুলের বিছানা
সেখানে থাকতে পারে কণ্টকের আস্তানা।
দুঃখকে করো জয়,থাকবে না দুঃখের সংশয়
সুখ আসবে জীবনে দুঃখকে করে পরাজয়।


রচনাকাল:১২/০২/০৮