সুবিন্যস্ত ধারাবাহিক বর্ণনার ধারা,
ক্ষণের আখরে গেথেছেন যাঁরা-
হয়ত মৃত বা অনন্তকালের প্রবাহিনী
নতুবা ফিরে দেখা অতীত কাহিনী।
কখনো ছুটে যাই তারই উদ্দিপনায়
কখনো বা ভূ-স্তরে শান্তির পসরায়,
অতীতকে দেখি আঁতকে উঠি-
কখনো দেখি তাকে ধ্বংস নীলায়!
দেশ, জনপদ, সংস্কৃতির-
অতীত রূপের যে উন্নতি বা সর্বনাশ
বিষন্ন মনে বাস করে হেরোডোটাস।
অতীতে ফিরে যেতে পারি না,
তবুও যে জেনেছি অতীত-পরিপাশ,
সবকিছু নিয়ে কিন্তু রচে না ইতিহাস।
           “‍‍ইতিহাস কিন্তু অতীত হয়
            অতীত কিন্তু ইতিহাস নয়।”


রচনাকাল: ০৪/০১/২০১৮ ইং