স্মরিয়াছি আল্লাহ তোমায়, তোমার চরণের পরে
তুমি দিয়াছো এত প্রেম! বিশ্ব মানবতার তরে-
তাই তো লিখিয়াছি মোর পদ্যে, শব্দ মাধুর্য্যে
বিশ্বের সমস্ত জল যায় শুকিয়ে তোমা সৌন্দর্য্যে।
শক্ত-শাণিত তরবারীতে পাথর ছেদিয়া যায়,
তবু্ও পারে নাই ছেদিতে মস্তক ভালবাসায়।
ইব্রাহিম (আঃ) ধরিয়াছিল ছুরি পুত্রের গলায়
পুত্র ইসমাইল হাসিমুখে ছিল আল্লাহর রাস্তায়।
স্বর্গ হতে আসিল ফেরেস্তারা বিশাল দুম্বা লয়ে
শিশু ইসমাইল নয়, দুম্বাটি গেল কুরবানী হয়ে।
আল্লাহ খুশি হইয়া নিয়ামত করিয়াছে দান
ইব্রাহিমের (আঃ) এর কথা রহিয়াছে অম্লাণ।
ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ) এর তরে
প্রতি বছরই হজ্জ্ব পালিত হয় আল্লাহর ঘরে।
কিয়ামত পর্যন্ত এটি থাকবে যেন আবহমান
স্মরিয়াছি আল্লাহ তোমায়, সবই তোমার দান।