‍‌‍‍‌‌‌‌‍‍‍‍‍‍‍‍‍যদি কোনদিন আমি চলে যাই গো দূরে,
তুমি কি আমাকে করবে না স্মরণ তোমার তরে?
‍‍‍‍‍‍‍‍‍‘‘ওমন কথা বলো না গো স্বামী, তুমি ছাড়া কে আছে আমার?
জড়িয়ে রাখব তোমায় আমার অস্তিত্বেরও শেষবার।"
তোমার আমাকে ছাড়া যদি বাঁচবার আগ্রহ না জাগে-
দোয়া করি যেন দুজনের মরণ হয় গো পবিত্র-পাকে।
আমার এ দুঃখের সংসারে কি বা পেয়েছো তুমি?
দুঃখ-কষ্ট ছাড়া তো আর তোমাকে কিছু দিতে পারি নি।
কেনই বা পড়ে আছো আমার এ সংসারে?
আমাকে ছেড়ে চলে যাও তুমি ঐ সুদূরে।
‍‍‍‍‍‍‍‍‍‘‘তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তো এ সংসারে আসি নি,
এসেছি আমি বধু বেশে, তোমার এই ছোট্ট সংসারে,
তোমায় ভালবেসে-
যদি গো কোনদিন চলে যেতে হয়,
চলে যাব সেদিন-যেদিন প্রাণ থাকবে না আমার দেহকুটিরে,
সেই দিনই চলে যাব আমি একটু মুচকি হেসে।"
‍‍‍‍‍‍‍‍‍কি গো সুখ দিলে আমায় তোমার কথার ছলে?
দুঃখের সংসারে সুখী আমি, তোমায় খুবই ভালবাসি বলে।