এক চিঠি,
           ভুলে ভরা
           অথচ সেটি
           রসে টুইটুম্বর।
           মাঝে মাঝে
           কয়েকটা কবিতা
           ছন্দে শ্রুতিমধুর।
           মুগ্ধ আমি,
           নির্মল বায়ু,
           উদাসিন মন,
           হয়েছে যখন,
           কুলষিত মনে
           জাগে নূর,
           পবিত্র বন্ধন।


সেই ছোট্ট চিঠির,
            প্রতিটি লাইনে আমি
            চোখ বুলিয়ে যাই।
            বহুবছর পর যেন
            যৌবনে পা রাখি।
            বয়স তো কমেনি,
            সবাই বলছে ডেকে-
            “কি জানি ভিমরুতি
            ধরেছে আমার মনকুটিরে।”
            কারো ধার ধারিনা,
            গান গেয়ে যাই
            আপন মনে তাই।
            ভালবাসার টানে আমি,
            আবারও ছুটে যাই-
            কিন্তু পড়ে রয়
            শুধুমাত্র একটি চিঠি।


“ভালবাসার ছোট্ট একটি চিঠি।”