অপরাজিতা তুমি আছো কোথায়?
তোমার দেয়া সেই চিরকুটটি-
আমার অশ্রুজলে ভিজে যায়।
যার তরে আমিও ভেসে যাই।
আমি তোমার আলোর দিশারী
তুমি আমার আলোর সঞ্চারী।
আমি চলেছি অন্ধকার ভুবনে
তুমি আলো ছড়াও আমার পানে।
অপরাজিতা তুমি আছো কোথায়?
তুমি আছো নীলাকাশের তারায়।
আপন মনে ভাবছো বসে বসে,
প্রেমহীন জীবনে না পাই পরশে।
আমি তৃষ্ণার এক বিশাল সাগর
তুমি তৃষ্ণা মিটানোর সরোবর।
আমি চলছি ভালবাসার ভুবনে
তুমি ভালবাসা দাও আমার পানে।
অপরাজিতা তুমি আছো কোথায়?
তোমার দেয়া সেই চিরকুটটি-
আমার অশ্রুজলে ভিজে যায়।
যার তরে আমিও ভেসে যাই।


রচনাকাল: ২৩/০৭/২০১৮ ইং