পাক হায়েনা হানা দিলো
নিয়ে মেশিন গান
রাজার বাগে চালায় গুলি
ঝরলো কত প্রাণ ৷


ভাইয়ের বুকের রক্তে হলো
        রঞ্জিত প্রান্তর ৷
জ্বলে চোখে ক্রোধের আগুন
     পিপাসিত অন্তর ৷


প্রতিশোধের নেশায় উঠলো যবে
      বীর বাঙালী জেগে
স্বাধীনতার আসলো জোয়ার
    বাঁধার পাহাড় ভেঙ্গে ৷


জনতা নিলো হাতে তুলে
     মুক্তির হাতিয়ার ৷
পাক হায়েনার মটকিয়ে ঘাড়,
     জয় হলো বাংলার