রোজার শেষে নীল আকাশে
উঠেছে ঈদের চাঁদ,
আনন্দে তাই মাতোয়ারা
কেউ নেইকো বাদ।


তারার মেলা ঝিলিমিলি
জ্বলছে সারা রাত,
হিমেল হাওয়া আনছে বয়ে
স্নিগ্ধ কোমল প্রাত।


হিজল বনে কিচিরমিচির
পাখির কলরব,
জনান দিচ্ছে বছর ঘুরে
আসলো ঈদ উৎসব।


ছোট-বড় সবার মনে
বইছে খুশির তান,
গরীব-ধনী নেইকো ভেদ
সুখে ভাসছে প্রান।


ঈদের ছোঁয়ায় হারিয়ে গেছে
হিংসা-বিভেদ রাগ,
তাইতো সবে ঈদ আনন্দের
করছে সমান সমান ভাগ।