গরিব দুঃখীদের
অসহায়ত্বের আহাজারি,
কত শত ক্ষুধার্ত
আর রোগে আজারি।


দু-বেলা খাবারের আশায়
তারা ছোটে মানুষের দ্বারে দ্বারে,
তবুও দু-মুঠো  ভাত জোটে না  
থাকতে হয় ভুখা-ফাঁকা অনাহারে।


কতো ঝরে তাদের
মূল্যবান অশ্রু-ফোটা,
খাবার হয় তাদের
পঁচা,বাসি-ঝুটা।


ফুটপাথে কুকুরের পাশে
তাদের বিছানা হয়,
তাদের রাত্রি কাটে
কত শীত- বৃষ্টিময়।


সমাজে আমরা প্রচার করে বেড়াই
সকলের সাম্যের বাণী,
আমাদের সমাজে বসবাস করেও
তাদের টানতে হয় অসহায়ত্বের ঘানি।

আমাদের  চারপাশে শত শত
অসহায়ের বসবাস,
তবুও সমাজটাকে সাম্যবাদী বলে প্রচার করতে;
লাগে না কভু লাজ!